ইঞ্জিনিয়ারিং, Over Head Equipment (OHE) এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী কাল হাওড়া থেকে চারটি ট্রেন 37055 হাওড়া – শেওড়াফুলি লোকাল, 37249 হাওড়া – ব্যান্ডেল লোকাল, 37363 হাওড়া – আরামবাগ লোকাল, 36823 হাওড়া – বর্ধমান লোকাল ,ব্যান্ডেল ও আরামবাগ থেকে দুটি করে 37246 ব্যান্ডেল – হাওড়া লোকাল, 37749 ব্যান্ডেল – কাটোয়া লোকাল, 37364 আরামবাগ – হাওড়া লোকাল, 37396 আরামবাগ – তারকেশ্বর লোকাল, বর্ধমান, শেওড়াফুলি ও কাটোয়া থেকে একটি করে 36834 বর্ধমান – হাওড়া লোকাল, 37056 শেওড়াফুলি – হাওড়া লোকাল, 37748 কাটোয়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়া 37365 হাওড়া – আরামবাগ লোকাল তারকেশ্বরে যাত্রা শেষ করবে। 53009 কাটোয়া – আজিমগঞ্জ লোকাল আজিমগঞ্জ থেকে দুপুর ১২ টার পরিবর্তে সাড়ে ১২ টায় ছাড়বে বলে রেল সূত্রের খবর।
Site Admin | November 15, 2025 5:10 PM
ইঞ্জিনিয়ারিং, Over Head Equipment (OHE) এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী কাল হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল থাকবে