November 15, 2025 5:10 PM

printer

ইঞ্জিনিয়ারিং, Over Head Equipment (OHE) এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী কাল হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল থাকবে

ইঞ্জিনিয়ারিং, Over Head Equipment (OHE) এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী কাল হাওড়া থেকে চারটি ট্রেন 37055 হাওড়া – শেওড়াফুলি লোকাল, 37249 হাওড়া – ব্যান্ডেল লোকাল, 37363 হাওড়া – আরামবাগ লোকাল, 36823 হাওড়া – বর্ধমান লোকাল ,ব্যান্ডেল ও আরামবাগ থেকে দুটি করে 37246 ব্যান্ডেল – হাওড়া লোকাল, 37749 ব্যান্ডেল – কাটোয়া লোকাল, 37364 আরামবাগ – হাওড়া লোকাল, 37396 আরামবাগ – তারকেশ্বর লোকাল, বর্ধমান, শেওড়াফুলি ও কাটোয়া থেকে একটি করে 36834 বর্ধমান – হাওড়া লোকাল, 37056 শেওড়াফুলি – হাওড়া লোকাল, 37748 কাটোয়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়া 37365 হাওড়া – আরামবাগ লোকাল তারকেশ্বরে যাত্রা শেষ করবে। 53009 কাটোয়া – আজিমগঞ্জ লোকাল আজিমগঞ্জ থেকে দুপুর ১২ টার পরিবর্তে সাড়ে ১২ টায় ছাড়বে বলে রেল সূত্রের খবর।
 
 
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।