November 25, 2025 10:05 PM

printer

ইজরায়েল সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ৫ হাজার আটশো জন ইহুদীকে আগামী পাঁচ বছরের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

ইজরায়েল সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ৫ হাজার আটশো জন ইহুদীকে আগামী পাঁচ বছরের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এই সম্প্রদায় বুনায় মেনাশে নামে পরিচিত। ইজরায়েলের ইহুদী সংস্থা জানিয়েছে, এব্যাপারে গত রবিবার সেদেশের সরকার একটি প্রস্তাবে ছাড়পত্র দেয়। এরফলে, ২০৩০-এর মধ্যে ঐ সব ইহুদী সম্প্রদায়ের সদস্যকে ইজরায়েলে ফেরানো হবে। এরমধ্যে, ২০২৬ সালে, ১  হাজার দু’শো জন সদস্যও রয়েছেন। গোটা প্রক্রিয়া সম্পন্নের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।