ইজরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ বিরতির পর আঞ্চলিক শান্তিস্থাপক হিসেবে নিজের ভূমিকা আরো সুদৃঢ় করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ইজরায়েল ও মিশন সফর করবেন। ইজরায়েলের নেসেটে তিনি চুক্তির অঙ্গ হিসেবে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর অধীনে হস্তান্তর করা হয়েছে ২৮টি মৃত দেহও।
যুদ্ধ বিরতি চুক্তির অধীনে পনবন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে হামাসকে দেওয়া সময়সীমার মধ্যেই মার্কিন রাষ্ট্রপতির এই সফর। ট্রাম্প, এই চুক্তিকে সকলের জন্য এক অনবদ্য বিষয় বলে উল্লেখ করে জানিয়েছেন, মধ্য প্রাচ্যে শান্তি স্থাপনের জন্য এই চুক্তি অন্যতম ভূমিকা নেবে।
উল্লেখ্য, ২০২৩ সালে হামাসের অতর্কিত হামলায় সহস্রাধিক ইজরায়েলীর মৃত্যুর পর দু বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হয়েছে এই যুদ্ধ বিরতির ফলে।