ইজরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতির বিষয়ে সহমত হয়েছে বলে, আজ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতে সিরিয়ায় বিমান হামলা করা হয়েছে বলে সম্প্রতি দাবি করেছে ইজরায়েল। তারপরেই এই সংঘর্ষ বিরতির বিষয়টি সামনে এল। উল্লেখ্য, সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাসার-আল-আসাদের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সরকার পন্থী ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে। এই সংঘর্ষে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় সিরিয়ার দক্ষিণ সোয়েইডা প্রদেশে। শুধু মাত্র এই অঞ্চলেই ৩০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ও হাজার হাজার মানুষ এলাকাছাড়া হয়েছেন।
Site Admin | July 19, 2025 4:14 PM
ইজরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতির বিষয়ে সহমত হয়েছে বলে, আজ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।
