ইজরায়েল ও লেবাননের মধ্যে গতকাল প্রথম সরাসরি আলোচনা শুরু হয়েছে। দুদেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্র সম্বরনের পর এসংক্রান্ত নজরদারি কমিটির বৈঠকের অঙ্গ হিসাবে তেলআভিভ ও লেবানন মত বিনিময় শুরু করেছে। তবে এই আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে কিনা, সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইজরায়েল সীমান্তে লেবাননের নাকৌরাতে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে এই আলোচনা শুরু হয়েছে। এই প্রথম উভয় দেশই এই ধরনের আলোচনায় সামরিক আধিকারিক ছাড়াও অসামরিক আধিকারিকদেরও পাঠিয়েছে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের পর থেকে দুদেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইজরায়েল এই আলোচনাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে। হেজবোল্লা ও ইজরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধ হওয়ার পর এই প্রথম দুদেশের প্রতিনিধিরা মুখোমুখি বসে আলোচনায় অংশ নিয়েছে।