ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আজ সপ্তম দিনে পড়েছে। দু দেশের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায়, মধ্য প্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ইজরায়েলী ক্ষেপণাস্ত্র আজ ইরাণের আরাক প্রদেশে খোন্দাব পরমাণু চুল্লিতে আঘাত হেনেছে। এর ফলে পরমাণু কেন্দ্রটির হেভি ওয়াটার নিউক্লিয়ার রিয়াক্টারের ক্ষতি হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র ওই পরমাণু কেন্দ্রটির কাছে আছড়ে পড়ে বলে, ইরাণের সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের নাতাঞ্জের কাছেও চলেছে হামলা। আকাশপথে ইজরায়েলী আক্রমনের মধ্যেই ইরানে ইন্টারনেট পরিষেবা বিধ্বস্ত। ১২ ঘন্টার বেশী সময় ধরে দেশের এক বিস্তীর্ণ অংশে ইন্টারনেট বন্ধ।
অন্যদিকে, দক্ষিণ ইজরায়েলের একটি হাসপাতাল এবং তেল আভিভের নিকটবর্তী দুটি শহরে আছড়ে পড়েছে ইরানী ক্ষেপনাস্ত্র। সোরোকা হাসপাতালের মহানির্দেশক শ্লোমি কোদেশ জানিয়েছেন, এই হামলায় হাসপাতালে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাণ জানিয়েছে, দক্ষিন ইজরায়েলের হাসপাতালে চালানো ওই হামলার মূল লক্ষ্য ছিল নিকটবর্তী সেনা ও গোয়েন্দা ঘাঁটি।সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের সাম্প্রতিক হানায় ক্ষতিগ্রস্ত তেল আভিভের শেয়ার বাজারের আবাসন। ওই হামলার ১শো৩৭ জন আহত হয়েছেন।