ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের মধ্যেই একটি গোলটেবিল বৈঠকে পুতিন বলেন, তেহরানের পারমাণবিক প্রকল্প যাতে শান্তিপূর্ণ ভাবে হয় ও ইজরায়েলের নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে মস্কো, দুই দেশের মধ্যস্থতায় সহায়তা করতে পারে। ইরান, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব রেখেছেন তিনি।
গত সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই বিষয়ে কথা হওয়ার পরেই তাঁর এই বিবৃতি। রাশিয়ার সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ও বুশেরে প্রথম পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে সহায়তা করেছে।