September 22, 2025 8:05 AM

printer

ইজরায়েলের সেনাবাহিনীর অভিযানে গতকাল গাজায় ৩১ জন প্রাণ হারিয়েছেন

ইজরায়েলের সেনাবাহিনীর অভিযানে গতকাল গাজায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের জানিয়েছে, জনবসতি পূর্ণ এলাকায় অগ্রসর হয়েছে ইজরায়েলের ট্যাঙ্ক। ইজরায়েল জানিয়েছে, জঙ্গী ও অস্ত্রশস্ত্রের খোঁজে গত কয়েকদিন ধরে গাজা শহরে অভিযান চালাচ্ছে তাদের সশস্ত্রবাহিনী।

রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এ সপ্তাহের বৈঠকের আগেই এই অভিযান চালানো হল। ইজরায়েলের কয়েকটি পশ্চিমা মিত্র ইতোমধ্যেই প্যালেস্টাইনকে রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।