ইজরায়েলের সেনাবাহিনীর অভিযানে গতকাল গাজায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের জানিয়েছে, জনবসতি পূর্ণ এলাকায় অগ্রসর হয়েছে ইজরায়েলের ট্যাঙ্ক। ইজরায়েল জানিয়েছে, জঙ্গী ও অস্ত্রশস্ত্রের খোঁজে গত কয়েকদিন ধরে গাজা শহরে অভিযান চালাচ্ছে তাদের সশস্ত্রবাহিনী।
রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এ সপ্তাহের বৈঠকের আগেই এই অভিযান চালানো হল। ইজরায়েলের কয়েকটি পশ্চিমা মিত্র ইতোমধ্যেই প্যালেস্টাইনকে রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।