ইজরায়েলের সরকারী বিমাণের জন্য তুরস্ক তাদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ইজরায়েলী সেনার জন্য অস্ত্র পরিবহনকারী কার্গো জাহাজের ক্ষেত্রেও জলপথ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। গত বছর মে মাসে তুরস্ক ও ইজরায়েলের মধ্যে সরাসরি বাণিজ্য নিষিদ্ধ ঘোষনার পরই তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান এই ঘোষনা করেন। গাজার বিষয়ে এক বিশেষ সংসদীয় বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, ইজরায়েলের সঙ্গেও সবরকম বাণিজ্যিক সম্পর্ক তারা ছিন্ন করছে।
Site Admin | August 30, 2025 12:57 PM
ইজরায়েলের সরকারী বিমাণের জন্য তুরস্ক তাদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে
