ইজরায়েলের সঙ্গে গাজা চুক্তি লঙ্ঘন করলে হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছে। হোয়াইট হাউসে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে, প্রকাশ্যে শত্রুপক্ষকে মৃত্যুদন্ড দেওয়ার ব্যাপারে প্যালেস্তিনী জঙ্গি গোষ্ঠী হামাসকে সতর্ক করে দেন ট্রাম্প। যদিও আমেরিকার সেনাবাহিনী কোনভাবেই হামাসের সঙ্গে সরাসরি বিরোধে জড়িত হবে না বলে তিনি জানান।
এদিকে, হামাস পুনরায় আক্রমণের পরিকল্পনা করছে বলে ইজরায়েল অভিযোগ করায়, দু-পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই আমেরিকার উপ-রাষ্ট্রপতি জেডি ভান্স, ইজরায়েল গেছেন। তার সঙ্গে রয়েছেন আরও ২ জন আধিকারিক।