ইজরায়েলের সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি নিয়ে কয়েকশো প্যালেস্তিনীয় আজ উত্তর গাজায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে। গাজা উপত্যকার উত্তরাংশে ইন্দোনেশিয়া হাসপাতালের সামনে এই বিক্ষোভ চলে বলে স্হানীয় সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে। কিছু বিক্ষোভকারী হাতে যুদ্ধ বন্ধ করার দাবি সমেত প্ল্যাকার্ডও দেখা যায়।
উল্লেখ্য, ১৭ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এমাসের ২ তারিখ ইজরায়েল বন্দিমুক্তির ব্যাপারে হামাসের ওপর চাপ সৃষ্টি করতে মানবিক সহায়তা প্রবেশও বন্ধ করে দেওয়ায় গাজায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে।