August 8, 2025 10:48 AM

printer

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাঁরা সম্পূর্ণ গাজা ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাঁরা সম্পূর্ণ গাজা ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর। ইজরায়েলের মন্ত্রীসভার এক বৈঠকের আগে তিনি এ-কথা জানান। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইজরায়েল তাদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেবে। হামাসের হাত থেকে গাজাকে উদ্ধার ক’রে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁরা এ-কাজ করবেন।

এদিকে, রাষ্ট্রসঙ্ঘ ইজরায়েলকে এই সামরিক অভিযান সম্পর্কে সতর্ক ক’রে দিয়েছে। ইজরায়েলে ব্রিটেনের রাষ্ট্রদূত বলেছেন, ইজরায়েলের এরকম সিদ্ধান্ত নিলে বিরাট ভুল করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।