ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাঁরা সম্পূর্ণ গাজা ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর। ইজরায়েলের মন্ত্রীসভার এক বৈঠকের আগে তিনি এ-কথা জানান। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইজরায়েল তাদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেবে। হামাসের হাত থেকে গাজাকে উদ্ধার ক’রে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁরা এ-কাজ করবেন।
এদিকে, রাষ্ট্রসঙ্ঘ ইজরায়েলকে এই সামরিক অভিযান সম্পর্কে সতর্ক ক’রে দিয়েছে। ইজরায়েলে ব্রিটেনের রাষ্ট্রদূত বলেছেন, ইজরায়েলের এরকম সিদ্ধান্ত নিলে বিরাট ভুল করবে।