ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান ইজরায়েল লক্ষ্য করে গতরাত থেকে ৩০ টি ড্রোন হামলা চালিয়েছে। তবে, ইজরায়েল তার সব ক’টিই প্রতিহত করেছে।
অন্যদিকে, জেরুজালেম, ওয়েস্টব্যাঙ্ক লক্ষ্য করে ২০টির মতন ইরানী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে, এই হামলার ফলে ইজরায়েলের ক্ষয়ক্ষতির কথা সরকারিভাবে কিছু জানানো হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ পেন্টাগন, ইরান-ইজরায়েল সংঘাতের প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারের কথা ঘোষণা করেছে।
এদিকে, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ বলেছেন, তেহেরানের বাসিন্দাদের ইচ্ছাকৃত ক্ষতি করার কোনো অভিপ্রায় তাদের নেই।
কুড়িটি আরব ও মুসলিম দেশের বিদেশ মন্ত্রীরা ইরানের ওপর ইজরায়েলের হামলা কমানোর ব্যাপারে যৌথ বিবৃতি প্রকাশ করে। মিশর, জর্ডন, সৌদি আরব, সংযুক্ত আরব আমীর শাহী, তুরস্ক এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রীরা, পশ্চিম এশিয়ার দেশগুলির সার্বভৌমত্ব এবং সংহতি রক্ষার ওপর জোর দিয়েছেন।