মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 29, 2024 9:39 PM

printer

ইজরায়েলী সেনাবাহিনী  তাদের বিমান হামলায়  আরও একজন শীর্ষস্থানীয় হেজবোল্লা নেতা নাবিল কাওয়াকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে

ইজরায়েলী সেনাবাহিনী  তাদের বিমান হামলায়  আরও একজন শীর্ষস্থানীয় হেজবোল্লা নেতা নাবিল কাওয়াকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। কাওয়াক হেজবোল্লা গোষ্ঠীর সামরিক নিরাপত্তা বিভাগের কমান্ড্যার ছিলেন। এদিকে, ইজরায়েলী হামলায় নিহত হেজবোল্লা নেতা সৈয়দ হাসান নাসরাল্লার মৃতদেহ বেইরুটের একটি  স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, গাজা ভূখন্ডে ইজরায়েলী বাহিনী অভিযান চালিয়ে একটি এক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করেছে বলে, জানানো  হয়েছে।

ইজরায়েলের বিমান হামলায় হেজবোল্লা নেতা সৈয়দ হাসান নাসরাল্লার রাজনৈতিক হত্যায়  রাশিয়া তীব্র নিন্দা করেছে । রাশিয়ার বিদেশমন্ত্রক সূত্রে এই ঘটনাকে আরো একটি রাজনৈতিক হত্যা বলে অভিহিত করা হয়েছে এবং অবিলম্বে লেবাননে সশস্ত্র হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে ।

এদিকে, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদবেগ প্রকাশ করেছেন।