মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 6, 2024 2:51 PM

printer

ইজরায়েলী যুদ্ধ বিমানগুলি, গতরাতে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ শহরতলীতে একটানা বোমা বর্ষণ করেছে

ইজরায়েলী যুদ্ধ বিমানগুলি, গতরাতে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ শহরতলীতে একটানা বোমা বর্ষণ করেছে। বুর্জ-আল-বারজনেহ্‌-এর হারে্তরিক আমরৌসিয়েহ্‌ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই বিমান হামলা চলে।
এর আগে ইজরায়েলী সেনাবাহিনী হিজবুল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছেন বলে জনিয়েছেন বেঞ্চামিন নেতানিয়াহু।
এদিকে, ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, পশ্চিম এশিয়া সমস্যার রাজনৈতিক সমাধানে জোর দেওয়ায়, নেতানিয়াহু তার তীব্র সমালোচনা করেছেন। ম্যাক্রোঁ, ইজরায়েলকে অস্ত্রশস্ত্র সরবরাহ করা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৩শে সেপ্টেম্বর থেকে ইজরায়েলী সেনা বাহিনী, লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে স্থলপথে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লা সহ একাধিক নেতা ইজরায়েলী হানায় প্রাণ হারিয়েছেন।