ইজরায়েলি যুদ্ধবিমানগুলি আজ ইয়েমেনের রাজধানী সানায় রাষ্ট্রপতির প্রাসাদের কাছে এবং একটি তেল ডিপোর ওপর বোমা বর্ষণ করে। হুথি জঙ্গিদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইজরায়েলি বিমান হামলার পরে বিস্ফোরণে সানা কেঁপে ওঠে। এই বিমান হামলার পরে ইজরায়েল এবং ইরানের সমর্থনপুষ্ট হুথির মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠলো। স্থানীয় আধিকারিকদের বক্তব্য আজকের হামলায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের তেল আভিভ এবং অ্যাশকেলনের ওপর হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দুদিন পর ইজরায়েল আজ সানার ওপর বিমান হামলা চালালো। ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে যে সানার ওপর আজকের হামলায় ৪টি লক্ষ্যবস্তুর ওপর ৩০ বারেরও বেশি অস্ত্র বর্ষণ করা হয়। ইজরায়েলি সামরিক বাহিনী এই প্রথমবার স্বীকার করলো যে ইয়েমেনি হুথি গোষ্ঠী বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জুন মাসে ইরানও তাদের ওপর এধরণের অস্ত্রমুখ বিশিষ্ট ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছিল বলে ইজরায়েল জানিয়েছে।
এদিকে, তেল আভিভ গাজা দখলের পরিকল্পনায় এই অঞ্চলের ওপর আক্রমণ আরও তীব্র করেছে। গাজার ওপর ইজরায়েলের আজকের হামলায় ৩০জনেরও বেশি প্যালেস্তিনিয় প্রাণ হারিয়েছেন।