ইজরায়েলি বিমান থেকে বোমা হামলায় গত রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত গাজা ভূখণ্ডে কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। গাজার সিফা হাসপাতাল সূত্রে জানা গেছে নিহতদের মধ্যে ১২ জন প্যালেস্টাইন স্টেডিয়ামে এবং ৮ জন একটি বহুতল আবাসনে আশ্রয় নিয়েছিল। অন্তত ২০টিরও বেশি মৃতদেহ নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইজরায়েল ও হামাসের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এবিষয়ে আলোচনার জন্য ইজরায়েলের রণকৌশল বিষয়ক মন্ত্রী রন ডার্মার ওয়াশিংটনে যেতে পারেন। ২১ মাস ধরে চলা গাজার এই মানবিক সঙ্কটে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত, ইজরায়েলের ৫০ জন নাগরিক হামাসের হাতে আটক রয়েছে বলে মনে করা হচ্ছে।