ইজরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক, মেজর জেনারেল আমির বারামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।