ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানের কমান্ড সেন্টারে বিমান হামলায় ইরানের চিফ অফ স্টাফ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী শাদমানির মৃত্যু হয়েছে। পূর্বসূরীর মৃত্যুর পর শাদমানি সম্প্রতি ইরানের খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি-র খবর অনুযায়ী, ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড অভিযোগ করেছেন, ইসরায়েল তাদের ডিজিটাল পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে সাইবার যুদ্ধ শুরু করেছে। এই হানার ফলে অপরিহার্য পরিষেবাগুলিতে বিঘ্ন ঘটাচ্ছে বলে আইআরআইবি-র রিপোর্টে বলা হয়েছে।