August 6, 2025 12:18 PM

printer

ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল মধ্য ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল মধ্য ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ইজরায়েলি বিমান বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

উল্লেখ্য,  উত্তর ইয়েমেনের অধিকাংশ স্থান নিজেদের নিয়ন্ত্রণে রাখা হুথিগোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ইজরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। গত ১৯ শে জুলাই হুথি বিদ্রোহীরা ঐ বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল। সেই হামলাও অবশ্য ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।