December 18, 2025 9:06 AM

printer

ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি – ইউ কে পি এন পি, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, বিপজ্জনকভাবে কম ভোল্টেজের বিদ্যুৎ পরিবহন এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার অব্যাহত বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছে। 

ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি – ইউ কে পি এন পি, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংবিপজ্জনকভাবে কম ভোল্টেজের বিদ্যুৎ পরিবহন এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার অব্যাহত বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে ইউ কে পি এন পি-র মুখপাত্র সরদার নাসির আজিজ খান বলেছেনএই অঞ্চ বেশ কয়েক মাস ধরে চরম লোডশেডিংকম ভোল্টেজের বিদ্যুৎ এবং দুর্বল ইন্টারনেট ও মোবাইল সংযোগের সমস্যায় ভুগছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইউ কে পি এন পি-র মতে, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির মাধ্যমে তাদের মৌলিক অধিকারের জন্য  দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে যাচ্ছে।  কিন্তু পাক সরকার গণতান্ত্রিক দাবিকে সম্মান জানানোর পরিবর্তে আন্দোলনকে দমন করার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংসাত্মক নীতি প্রয়োগ করে চলেছে। এই হিংসাত্মক আচরণের পাশাপাশিজনগণের অধিকার আন্দোলনকে বদনাম ও হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।