September 13, 2025 9:57 PM

printer

ইউক্রেন, রাশিয়ার সর্ববৃহত্ তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেন, রাশিয়ার সর্ববৃহত্ তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে। প্রিমোরস্ক তেল বন্দরে ২২১ টি ড্রোন পাঠানো হলেও রাশিয়া অবশ্য অর্ধেকের বেশি ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। প্রিমোরস্কের ঐ তেল বন্দর থেকে রাশিয়া বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে। যুদ্ধ অবসানে কিভ, বিভিন্ন রুশ তেল সরবরাহকারী পরিকাঠামোতে বারবার আক্রমণ করছে। এর মূল উদ্দেশ্য রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করা।