ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে রাশিয়ার সেনাবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আড়াইশো ড্রোন নিয়ে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি অভিযোগ করেন যে রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে। এ বিষয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তরফে কড়া ব্যবস্থার গ্রহণের দাবী জানিয়েছেন।
এদিকে রুশ সেনাবাহিনী, ইউক্রেনের অভিযোগ খণ্ডন করে জানিয়েছে যে মঙ্গলবার থেকে সে দেশের সেনাবাহিনী ৭৮৮ টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডের দিকে ছুড়েছে। মস্কোতে অনেকগুলি ড্রোন গুলি করে নামিয়েছে রুশ সেনা।