মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 12:28 PM

printer

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তিনি গঠনমূলক আলোচনা করেছেন।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তিনি গঠনমূলক আলোচনা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনেস্কি বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা বিষয়েও তারা কথা বলেছেন বলে ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন। ইউরোপীয় দেশগুলির সমর্থন বিশেষ কোরে নেটো জোটভুক্ত দেশগুলির কাছ থেকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি জানান। শ্রী জেলেনেস্কি এই পোস্টে জানিয়েছেন, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনে পাঠানোর বিষয়ে রাজী হয়েছেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরি করা হয়েছে বলে তিনি জানান।