ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনশকি বিমান বাহিনীর কম্যান্ডার মাইকোলা ওলেসচুক-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি একথা জানিয়েছেন। তবে এর পেছনে কারন সম্পর্কে কিছু জানাননি তিনি। লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রিভনোঝকো, সাময়িকভাবে বিমান বাহিনীর কম্যান্ডারের দায়িত্ব পালন করবেন।
Site Admin | August 31, 2024 9:48 PM
ইউক্রেনের রাষ্ট্রপতি, বিমান বাহিনীর কম্যান্ডার মাইকোলা ওলেসচুক-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন
