ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছাপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে তাঁরা আলোচনায় বসতে রাজি।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সমঝোতার প্রস্তাবে রাজি হতে ইউক্রেনকে আহ্বান জানান। বৃহস্পতিবার তুরস্কে আলোচনায় বসতে পারেন তাঁরা। গতকাল ক্রেমলিনে সাংবাদিকদের রাশিয়ার প্রেসিডেন্ট আলোচনায় বসার জন্য কিভকে প্রস্তাব দেওয়ার কথা বলেন।