January 1, 2026 11:39 AM

printer

ইংরেজী নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। আজকের দিনেই ভক্তদের চৈতন্য দান করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ।

ইংরেজী নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। আজকের দিনেই ভক্তদের চৈতন্য দান করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যান বাটি, দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশীপুর উদ্যান বাটিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। চলছে মঙ্গলারতি ও পুজো পাঠ। ভোর থেকেই খুলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। বিশেষ সাজে সেজে উঠেছেন মা ভবতারিণী।
এদিকে, কল্পতরু উৎসব উপলক্ষে আজ ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত বি টি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই বছরও প্রতি বছরের মতোই কল্পতরু উৎসব পালন করতে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, বেলুড় মঠ ও কাশীপুর উদ্যান বাটীতে। এদিন সকাল থেকে কল্পতরু উপলক্ষ্যে কাশীপুরে রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে চলছে নানা অনুষ্ঠান। সকাল থেকেই এই সব জায়গায় মানুষের ভিড় যেন উপচে পড়ছে।