ইংরেজী নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। আজকের দিনেই ভক্তদের চৈতন্য দান করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যান বাটি, দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশীপুর উদ্যান বাটিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। চলছে মঙ্গলারতি ও পুজো পাঠ। ভোর থেকেই খুলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। বিশেষ সাজে সেজে উঠেছেন মা ভবতারিণী।
এদিকে, কল্পতরু উৎসব উপলক্ষে আজ ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত বি টি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই বছরও প্রতি বছরের মতোই কল্পতরু উৎসব পালন করতে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, বেলুড় মঠ ও কাশীপুর উদ্যান বাটীতে। এদিন সকাল থেকে কল্পতরু উপলক্ষ্যে কাশীপুরে রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে চলছে নানা অনুষ্ঠান। সকাল থেকেই এই সব জায়গায় মানুষের ভিড় যেন উপচে পড়ছে।