আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেটে প্রথম টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ৯০ রান করেছে। ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৩ উইকেট, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট করছেন অধিনায়ক রোস্টন চেজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে শুভমন গিলের নেতৃত্বে খেলতে নেমেছে ভারত।
Site Admin | October 2, 2025 1:51 PM
আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেটে প্রথম টেস্টে ভারত, ওয়েস্ট ইন্ডিজ-এর মুখোমুখি
