December 25, 2024 2:14 PM

printer

আসাম পুলিশের STF বিশেষ অভিযান চালিয়ে, আবুল জাহার নামে শেখ নামে জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

আসাম পুলিশের STF বিশেষ অভিযান চালিয়ে, আবুল জাহার নামে শেখ নামে জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃত কোকরাঝার এর নামাপাড়ার জয়পুরের বাসিন্দা। তার কাছ থাকে ৪ টি দেশী রাইফেল, ৩৪ রাউন্ড গোলা বারুদ, ২৪ টি খালি কার্তুজ ও আরো সামগ্রী উদ্ধার হয়েছে। এগুলি IED তৈরিতে কাজ লাগে বলে খবর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।