মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 4, 2024 9:00 AM

printer

আসামে বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬।

বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬। তিনজন নিখোঁজ রয়েছেন বলে খবর। রাজ্যজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ১০০টি সড়ক, ১১টি বাঁধ ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

   মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। ১৫ই আগস্টের আগে ক্ষতিপূরণের অর্থ  তাঁদের হাতে তুলে দেওয়া হবে।