আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম মন্ত্রীসভা বহুবিবাহ বিরোধী আইন ২০২৫ অনুমোদন করেছে। ষষ্ঠ তফশিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করা এবং এই প্রথার আইনি বৈধতা বিলোপের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী বিশ্ব শর্মা জানান, এ মাসের ২৫ তারিখ বিলটি আসাম বিধানসভায় পেশ করা হবে।
এই বিল অনুযায়ী কোনও বিবাহিত ব্যাক্তির স্ত্রী জীবিত থাকলে বা তার সঙ্গে ঐ ব্যাক্তি আইনগতভাবে পৃথক না হলে বা তাদের বিবাহবিচ্ছেদ না হয়ে থাকলে সেই ব্যাক্তি দ্বিতীয় বিবাহ করতে পারবেননা। এই আইনে বহুবিবাহের কারণে প্রভাবিত মহিলাদের জন্য ক্ষতিপূরণের সংস্থানের পাশাপাশি বহুবিবাহের অভিযোগে দোষী সাবস্ত্য ব্যাক্তির সাত বছরের সশ্রম কারাদণ্ডের সংস্থানও রয়েছে।