December 31, 2025 9:11 PM

printer

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরীর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরীর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক তালিকা অনুযায়ীরাজ্যে শতাধিক আবাসনের মধ্যেই বুথ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। গতকাল এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের আট জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরাও। কমিশন সূত্রে জানানো হয়েছেআবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি হবেসেগুলি আকার ও পরিকাঠামোর দিক থেকে অন্যান্য সাধারণ বুথের মতোই হবে। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ীএখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে অন্তত শতাধিক আবাসনে বুথ বসানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই আবাসনের মধ্যে মোট কতগুলি বুথ তৈরি হবেতার চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হয়ে যাবে বলে জানানো হয়েছে। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বুথ তৈরি করা প্রয়োজন বলে মনে করছে কমিশন। পাশাপাশি ভোটারদের যাতায়াতের অসুবিধা কমানো এবং অংশগ্রহণ বাড়াতেই এই উদ্যোগ বলেও জানা গেছে

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।