আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা করে SIR-এর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসকদের অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় চিঠি দিয়ে জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR-এর শুনানি পর্ব চলবে সাত’ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেই কাজে থাকতে হবে BLO-র দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের।
এদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারী থেকে, চলবে ১২’ই ফেব্রুয়ারী পর্যন্ত। রাজ্য জুড়ে ২’হাজার ৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর জন্য নজরদারি চালাতে এক লক্ষের’ও বেশী শিক্ষকের প্রয়োজন। তাই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে SIR প্রক্রিয়া চালানোর অনুরোধ জানানো হয়েছে। পরিদর্শক, ভেনু সুপারভাইজার ও ইনচার্জদের পরীক্ষা চলাকালীন ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ’ও জানানো হয়েছে ওই চিঠিতে।