মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 9, 2025 7:33 AM

printer

আসন্ন বিহার বিধানসভা ভোটে নির্বাচন কমিশন, বয়স্ক, দিব্যাঙ্গজন এবং পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা দেবে।

আসন্ন বিহার বিধানসভা ভোটে নির্বাচন কমিশন, বয়স্ক, দিব্যাঙ্গজন এবং পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা দেবে। ৮৫ বছর বা তা ঊর্ধ্ব এবং নির্দিষ্ট কিছু শারীরিক অক্ষমতা যুক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য তাদের বিজ্ঞপ্তি জারী হওয়ার ৫ দিনের মধ্যে  12D ফর্ম পূরণ করে বুথ স্তরের আধিকারিকদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ভোটের দিন সংশ্লিষ্ট দপ্তরের নোডাল অফিসারের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা পাবেন।  কমিশন জানিয়েছে, অগ্নি নির্বাপন, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্রাফিক, অ্যাম্বুলেন্স পরিষেবা, উড়ান এবং দীর্ঘ দূরত্বের সরকারী সড়ক পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। নির্বাচন কমিশন স্বীকৃত সংবাদমাধ্যমের কর্মীদেরও জরুরী পরিষেবার আওতায় রাখা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।