আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আজ সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম ও সম্প্রচারকারী সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত বিষয়বস্তু প্রচার করা যাবে না। টেলিভিশন, রেডিও এবং কেবল নেটওয়ার্কগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে যে, এই সময়ে তাদের প্রচারিত কোনো অনুষ্ঠান যাতে ভোটারদের প্রভাবিত করার মতো না হয়। এর মধ্যে জনমত সমীক্ষা বা মতামত প্রকাশ–ও নিষিদ্ধ।
কমিশন ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচন ও বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। ভোটগ্রহণ হবে দুই দফায়—৬ নভেম্বর ও ১১ নভেম্বর।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ৭টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত কোনো এক্সিট পোল করা বা তার ফলাফল প্রকাশ করা যাবে না, তা সে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়ায়।
 
									 
		 
									 
									 
									