আসন্ন ফিডে দাবা বিশ্বকাপ ২০২৫ গোয়াতে অনুষ্ঠিত হবে। ৩১ শে অক্টোবর থেকে ২৭ শে নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ৯০ টি দেশের মোট ২০৬ জন গ্র্যান্ডমাস্টার বিশ্বকাপে অংশগ্রহণ করছেন। বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডের তরফে আজ বিবৃতি প্রকাশ করে এই খবর দেওয়া হয়েছে। প্রতিযোগিতা আট রাউন্ড এর নক আউট ফরম্যাটে হবে। শীর্ষ ৫০ জন দাবাড়ু দ্বিতীয় রাউন্ড থেকে তাদের অভিযান শুরু করবেন। প্রতিটি ম্যাচে দুটি ক্লাসিকাল গেমস হবে, এরপর র্যাপিড ও ব্লিজ হবে। এরপর প্রয়োজন হলে টাইব্রেকার হবে। সাম্প্রতিক কালে দাবায় ভারতের পারফরম্যান্স নজরকাড়া। গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। দাবা অলিম্পিয়াডে ওপেন ও মহিলাদের বিভাগে জাতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। গত জুলাই মাসে দিব্যা দেশমুখ মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন। ফিডে সভাপতি আর্কাডি ভরকোভিচ বলেছেন, ভারত দাবায় শক্তিশালী দেশের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। দুর্দান্ত খেলোয়াড় উঠে এসেছে, আবেগপ্রবন সমর্থকদেরও দেখা যাচ্ছে। চলতি বছরে জর্জিয়ায় ফিডে মহিলা বিশ্বকাপের পর , আমরা ফিডে বিশ্বকাপ গোয়াতে নিয়ে আসতে পেরে গর্ব অনুভব করছি। দাবার উদযাপন হবে , খেলোয়াড় ও দর্শকদের দারুন অভিজ্ঞতা হবে। সারা ভারত চেস ফেডারেশনের এর সভাপতি নীতিন নারাং বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়াকে , ভারতীয় দাবার মাইলফলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই বিশ্বকাপ দেশের বাসিন্দাদের এই খেলার প্রতি আকৃষ্টই করবে না, ভারত যে ক্রমে দাবার পীঠস্থান হয়ে উঠছে তা বিশ্বের সামনে তুলে ধরবে।
Site Admin | August 26, 2025 9:31 PM
আসন্ন ফিডে দাবা বিশ্বকাপ ২০২৫ গোয়াতে অনুষ্ঠিত হবে।
