মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 18, 2025 10:13 PM

printer

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। মুম্বইতে আজ অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের উপস্থিতিতে বৈঠকের পর একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়। রোহিত শর্মা দলের নেতৃত্ব দেবেন। শুভমন গিলকে সহ অধিনায়ক করা হয়েছে। দলের বাকি সদস্যরা হলেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। পিঠের চোটের কারণে জশপ্রীত বুমরাহ চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্ৰথম দুটি ম্যাচে অনিশ্চিত রয়েছেন। সেই কারণে পেস বোলার হর্ষিত রানাকে দলে রাখা হয়েছে। হর্ষিত রানার পাশাপাশি একদিনের দলে প্রথম সুযোগ পেলেন ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল। চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী ১৯ শে ফেব্রুয়ারি থেকে ৯ ই মার্চ পর্যন্ত চলবে। এর আগে ৬ থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ খেলবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।