আসন্ন গঙ্গা সাগর মেলায় তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন চালাবে। শীঘ্রই এই ট্রেনগুলির সময় সূচি ঘোষণা করা হবে।
গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের যাতায়াত ও সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে পর্যালোচনা করতে শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা আজ শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানা স্টেশন পরিদর্শন করে বিভিন্ন প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন। পরিদর্শনকালে শিয়ালদহ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি অতিরিক্ত ট্রেন চালোনোর পাশাপাশি তীর্থ যাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলেন। ডিআরএম গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা “May I Help You” কাউন্টারগুলির কার্যকারিতা, বুকিং কাউন্টার, যাত্রীদের দিকনির্দেশনার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি
মেলা চলাকালীন স্টেশন চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত আবর্জনা পরিষ্কারের উপর জোর দেন। সিসিটিভি নজরদারির মাধ্যমে স্টেশন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি যাত্রীদের জন্য আধুনিক সাইনেজ বোর্ডের মাধ্যমে স্টেশনের পথনির্দেশ নিশ্চিত করা এবং ট্রেনের সময়ানুবর্তিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে, বিশেষ করে শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে স্থাপিত জরুরি আলো ব্যবস্থাও পরিদর্শন করেন। লক্ষ্মীকান্তপুর, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে আরপিএফ কর্মীরা জিআরপির সঙ্গে সমন্বয়ে আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন।
এছাড়া, তীর্থযাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশন শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে পর্যাপ্ত সংখ্যক বুকিং কাউন্টার, এম-ইউটিএস ও এটিভিএম ২৪ ঘণ্টা চালু রাখছে। আরপিএফ ও জিআরপির পাশাপাশি সিভিল ডিফেন্স, শিয়ালদহ ডিভিশনের স্কাউট ও গাইড এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। প্রস্তুত থাকবে কাকদ্বীপ ও নামখানা রেলওয়ে স্টেশনে বিশেষ মেডিক্যাল ইউনিট ।
Site Admin | December 18, 2025 9:23 AM | @airnews_kolkata | @AkashvaniSangbadKolkata
আসন্ন গঙ্গা সাগর মেলায় তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন চালাবে।