মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 16, 2025 9:53 AM

printer

আসন্ন কালীপুজো উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

আসন্ন কালীপুজো উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত যাত্রী চলাচলের জন্য আগামী ২০ অক্টোবর রাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিয়ালদার DRM রাজীব সাক্সেনা গতকাল জানিয়েছেন। ওই দিন দিন রাতে শিয়ালদা – ডানকুনি, শিয়ালদা – বারাসাত, শিয়ালদা – রানাঘাট, শিয়ালদা – বারুইপুরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। কালীপুজোর দিন আগামী সোমবার শিয়ালদা ডিভিশনের ৬ টি AC লোকাল সহ শহরতলীর সমস্ত ট্রেন পরিষেবা  সাপ্তাহিক দিনের সময় সূচি অনুযায়ী  চলবে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুপুর ১ টার পরে কোন ট্রেন নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে না। নৈহাটি লোকাল গুলি ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করবে। EMU স্পেশাল ট্রেন গুলি যাতায়াতের পথে ফ্ল্যাগ স্টেশন ও হল্ট ষ্টেশন সহ সমস্ত ষ্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশনে সমস্ত টিকিট বুকিং কাউন্টার গুলি ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন গুলি শিয়ালদা,বিধান নগর,  কলকাতা, দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি,  বারাসাত, কৃষ্ণনগর স্টেশনে ‘May I Help You’ বুথ খোলা হবে এবং পুলিশ, হাসপাতাল, ফায়ার ব্রিগেড সহ গুরুত্বপূর্ণ ফোন নম্বর গুলি সহায়তার  জন্য ডিসপ্লে করা থাকবে। বলে রেল সূত্রের খবর।