মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 18, 2025 8:43 AM

printer

আসন্ন আইপিএলে চোটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে পারবেন না উমরান মালিক

চোটের কারণে কলকাতা নাইট  রাইডার্স দলের সদস্য পেস বোলার উমরান মালিক আসন্ন আইপিএলে খেলতে পারবেন না। উমরানের জায়গায় বা হাঁতি পেস বোলার চেতন সাকারিয়াকে দলে অন্তর্ভুক্ত করেছে কে কে আর। নিলামে কেকেআর ৭৫ লক্ষ টাকার বিনিময়ে উমরানকে কেনে। নিলামে অবিক্রিত ছিলেন সাকারিয়া। তাকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে সই করিয়েছে কেকেআর।