আষাঢ়ের প্রথম দিন থেকেই মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে জলের রুপোলি শস্য ইলিশ। গত ১৪ জুন মধ্যরাত থেকে শুরু হয়েছিল সামুদ্রিক মাছ শিকার। গতকাল থেকে সুন্দরবনের নামখানা ঘাটে ফিরতে শুরু করেছে ইলিশভর্তি ট্রলার। প্রায় ২৫টি ট্রলার ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। প্রথম দিনেই সুন্দরবনে ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রায় ৩০ টন ইলিশ মিলেছে। সমুদ্রের আবহাওয়া অনুকুল থাকায় আগামী কয়েকদিন ভালো ইলিশ মিলবে বলে আশা মৎস্যজীবীদের।
কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, ২ মাসের নিষেধাজ্ঞা ওঠার পর সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারগুলি। ছে। ফলে খুব অল্প দিনের মধ্যে জালে উঠেছে ইলিশ।