আলাস্কায় রুশ – মার্কিন শীর্ষ বৈঠকে শান্তির লক্ষে আলোচনার অগ্রগতিকে ভারত স্বাগত জানিয়েছে। আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কূটনীতি এবং আলোচনার ক্ষেত্রে যে অগ্রগতি ঘটিয়েছেন, তা প্রশংসনীয়। বিদেশমন্ত্রক বলেছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরোধ শীঘ্রই মিটে যাবে বলে বিশ্বের মানুষ প্রত্যাশা করে।