আর জি কর হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ আবারো কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দাখিল করা ঐ রিপোর্ট এ সিবিআইয়ের তরফে আবারও জানানো হয়েছে খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় একাই দোষী। পরিবারের তরফে বার বার যে দাবি করা হচ্ছে ঘটনাস্থলে সঞ্জয় রায় ছাড়াও অন্য ব্যাক্তি উপস্থিত ছিল, সেবিষয়ে সিবিআই আগেই তদন্ত করেছে এবং তাদের সেই তদন্তে সেরকম কিছুই পাওয়া যায়নি।
হাইকোর্ট, রিপোর্টের কপি পরিবারকে দিতে নির্দেশ দিয়েছে।
পরিবারের আইনজীবী রিপোর্ট খতিয়ে দেখে আগামী ৩০ জুন তাদের আপত্তির বিষয়ে আদালতে জানাবে।