মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 25, 2024 9:54 PM

printer

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিতসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের আজ পলিগ্রাফ টেস্ট করা হয়েছে।

 আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিতসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের আজ পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। বেলা সাড়ে ১১’তা নাগাদ CBI-এর দল প্রেসিডেন্সি সংশোধনাগারে যায়। বেরিয়ে আসে প্রায় চার ঘন্টা পর।

 সল্টলেকের CGO কমপ্লেক্সে আজ আর জি কর-এর প্রাক্তন সুপার বুলবুল মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও বিশেষ তদন্তকারী দলের সদস্য এবং RG KAR আউটপোস্টের ওসি-কে জিজ্ঞাসাবাদ করা হয়।

 অন্যদিকে, ফরেন্সিক বিভাগের হেড ক্লার্ক তারক চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, টাকা নিয়ে মর্গ থেকে দেহ ছাড়া হতো। দেহ দেখতে গেলেও টাকা দাবী করা হতো।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।