মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 18, 2024 2:03 PM

printer

আর জি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ

আর জি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে১৮ অগস্ট অর্থাৎ শনিবার থেকে ২৪ অগস্টপরের সপ্তাহের শনিবার পর্যন্ত পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (সাবেক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আরজি করের আশপাশের এলাকা বলতে ঠিক কোন কোন এলাকাতা নির্দিষ্টও করে দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছেশ্যামপুকুরউল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোডজেকে মিত্র রোড ক্রসিংশ্যামবাজার পাঁচ মাথার মোড়।