মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 22, 2024 9:52 PM

printer

আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট আজও আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। সিবিআই-কে ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিত্সক পড়ুয়ার ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট, শুনানির দ্বিতীয় দিনেও আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ এই আবেদন জানিয়ে বলেন, তাদের কর্মবিরতি, সরকারি হাসপাতালে চিকিত্সার প্রয়োজনে আসা বহু মানুষকে সমস্যায় ফেলেছে। কাজে যোগ দিলে প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিন বিচারপতির বেঞ্চ।

 এদিকে সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের কৌঁসুলী কপিল সিবালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, কেন্দ্র এবং রাজ্য সরকারের আইনজীবীদের চিকিত্সকের খুন ও ধর্ষণের ঘটনাটির রাজনীতিকরণ না করার আবেদন জানান। বেঞ্চ বলেন, চিকিত্সকদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে তারা উদ্বিগ্ন। শুধু নীতি নির্দেশিকা স্থির করা নয়, সেগুলি যাতে বলবত্ হয় তাও নিশ্চিত করবে জাতীয় টাস্কফোর্স।

শুনানির সময় সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ঘটনাটি ঘটে যাওয়ার পাঁচ দিন পর সিবিআই যখন যায়, তখন সবকিছু বদলে গেছে। পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল দাবি করেন, কিছুই বদলে যায়নি, সবকিছুরই ভিডিওগ্রাফি রয়েছে। প্রধান বিচারপতি বলেন, ৯ ই আগস্ট চিকিত্সকের মৃত্যুর খবর পুলিশকে জানানো হয় সকাল ১০ টা ১০-এ এবং ঘটনাস্থল ঘেরা হয় রাত সাড়ে ১১ টায়। এই বিষয়টি গভীর উদ্বেগের। এতটা সময় সেখানে কি হয়েছিল, সেই প্রশ্ন তোলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টও দেখতে চান।

অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু করা হয়, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। রাজ্যের তরফে জানানো হয়, দুপুর ১ টা ৪৫-এ মামলা রুজু করা হয়েছে। কিন্তু কেস ডায়েরির উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এখানে স্পষ্ট লেখা হয়েছে, রাত ১১ টা ৩০-এ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল।

সিবিআই-কে ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বেঞ্চ। চিকিত্সকদের নিরাপত্তা রক্ষায় রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সেপ্টেম্বরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।  

 এদিকে  শীর্ষ আদালতের আবেদনে সাড়া দিয়ে নতুন দিল্লীর এইমস- ও ইন্দিরা গান্ধী হাসপাতালের  রেসিডেন্ট ডক্টরর্স অ্যাসোসিয়েশন, আজ  ১১ দিন ধরে চলা তাদের  কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে । তবে আর জি করের আন্দোলনকারীরা এখনও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

জয়েন্ট প্ল্যাটফর্মস্ অফ ডক্টর্স ও, আর জি কর-এর জুনিয়ার ডাক্তারদের ধর্মঘটকে আবারও সমর্থন জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বেশকিছু চাহিদা এখনও পুরণ করা হয়নি। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।