মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 16, 2024 10:06 PM

printer

আর জি কর কান্ড নিয়ে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা অবশেষে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন।

আর জি কর কান্ড নিয়ে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা অবশেষে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন। স্বাস্থ্য ভবনের সামনে ৭’দিন ধরে চলা ধর্না কর্মসূচীর ফলে অচলাবস্থা কাটাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ পঞ্চমবার আবারো তাঁদের বৈঠকে ডাকা হয়। বৈঠকে যোগ দিতে ইছুক বলে জুবিয়ার চিকিতসকরা জানালেও, সরকারকে পালটা তিনটি শর্ত দেওয়া হয়।

 তাতে বলা হয়, উভয়পক্ষ থেকেই আলাদাভাবে ভিডিওগ্রাফি করতে হবে। তা’ সম্ভব না হলে, গোটা বৈঠকের ভিডিও ফাইল, আলোচনা শেষ হওয়ার অব্যবহিত পরেই ফ্রন্টের হাতে তুলে দিতে হবে। যদি তা’ও সম্ভব না হয়, তাহলে বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণী উভয়পক্ষই রেকর্ড করবে। এজন্য চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে ‘মিনিট’ লেখার লোক থাকবে। এই মেলের পর মুখ্য সচিবের পক্ষ থেকে তৃতীয় শর্তটি মেনে ইমেল করা হয়। এরপর নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের  বাড়ির সামনে পৌঁছান জুনিয়র ডাক্তাররা। কিছুক্ষণ আগে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।  বৈঠকের আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে নথিবদ্ধ করতে  ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন দুই স্টেনোগ্রাফার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।