August 18, 2024 2:07 PM

printer

আর জি কর কান্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ আবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

আর জি কর কান্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ আবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সকাল ১১-টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই সন্দীপ সেখানে পৌঁছে যান। গতকাল প্রায় সাড়ে ১৩ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

     এদিকে, আর জি করের নিহত তরুণী চিকিৎসকের একটি ডায়রি গতকাল পুলিশ তদন্তকারী সংস্হার হাতে তুলে দিয়েছে। এই মামলায় সিবিআই ইতিমধ্যেই আর জি কর-এর চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং ওই দিন নির্যাতিতার সঙ্গে ডিউটিতে থাকা বেশকিছু চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে সি বি আই।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।