মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 11, 2024 1:25 PM

printer

আর জি কর কান্ডে পশ্চিমবঙ্গের জুনিয়ার ডাক্তারদের আন্দোলন অব্যাহত

আর জি কর কান্ডে জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার জন্য সুপ্রিমকোর্ট গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিলেও, তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনের সামনে, রাতভ’র বিক্ষোভ দেখান ডাক্তাররা। আজ সকালে’ও সেখানে তাঁদের অবস্থান বিক্ষোভ চলেছে। আন্দোলনকারীদের জন্য স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা খাবার ও জলের বন্দোবস্ত করেছেন। ব্যবস্থা করা হয়েছে বায়ো টয়লেটের’ও।

গতকাল নবান্ন থেকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম, আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে বিক্ষোভরত জুনিয়ার ডাক্তারদের মেল পাঠান। কিন্তু সঠিকভাবে সম্মান জানিয়ে এই মেল করা হয়নি বলে আন্দোলনকারীদের দাবী। তাই তাঁরা সেই আমন্ত্রণে সাড়া দেননি। হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকবেন বলে জানিয়ে মেইল করেছেন জুনিয়ার ডাক্তাররা।

এদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১০ জন আন্দোলনরত চিকিৎসককে গতকাল নবান্নে ডাকেন। তাঁদের জন্য তিনি দেড় ঘন্টা অপেক্ষাও করেন। কিন্তু তাঁরা আসেননি।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশন-এর পক্ষ থেকেও জিনিয়ার ডাক্তারদের আন্দোলনে সংহতি জানানো হয়েছে। তাঁরা আজ বিকেলে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত ও বিক্ষোভের কর্মসূচী নিয়েছেন।

উল্লেখ্য, কলকাতার পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে জুনিয়ার ডাক্তাররা গতকাল স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করেন। তাঁদের সঙ্গে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং বিশিষ্ট জনেরা। ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হলে সেখানেই রাস্তায় বসে তাঁরা অবস্থান শুরু করেন। প্রতীকি মস্তিষ্ক, জাতীয় পতাকা হাতে চলছে গান, স্লোগান।