মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 2, 2024 8:58 AM

printer

আর জি কর কান্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীতগোয়েলের পদত্যাগের দাবীতে, আজ ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা

আর জি কর কান্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীতগোয়েলের পদত্যাগের দাবীতে, আজ ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে দুপুর ২’টোয় মিছিল শুরু হয়ে যাবে লালবাজার পর্যন্ত। আগামী বুধবার রাত ৯’টা থেকে ১০ টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হবে। পাশাপাশিরাত ৯’টা থেকে ১০ টা রাজ্যবাসীকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন তাঁরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ গতকালও কলকাতার কয়েকটি এলাকায় ‘অভয়া ক্লিনিক’ নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল। নিখরচায় মানুষজন এই শিবিরগুলিতে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। পাশাপাশি চলছে টেলি মেডিসিন পরিষেবাও।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।